Bangla breaking news : মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীর বঙ্গবাজার মার্কেট ও দুইটি ফ্যাশন আউটলেট বন্ধ করে দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে গুলিস্তানে বঙ্গবাজার মার্কেটটি বন্ধ করে দেয় পুলিশ।
স্বাস্থ্যবিধি না মানায় বঙ্গবাজার মার্কেটটি বন্ধ করে দেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উপ-কমিশনার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) এইচ এম আজিমুল হক।
এর আগে মঙ্গলবার সকালে একই কারণে স্থানীয় ফ্যাশন ব্রান্ড অরণ্য ও ভিআইভিইর ধানমণ্ডির দুইটি দোকান বন্ধ করে দেয় পুলিশ।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহিল কাফি গণমাধ্যমকে বলেন, দোকানে তারা কোনো টানেল তৈরি করেনি বা স্প্রে ফটকও তৈরি করেনি। এছাড়া হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে তাও যথেষ্ট মনে হয়নি।
তবে দোকান কর্তৃপক্ষ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করলে খুলে দেয়ার অনুমতি দেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন :সোনারগাঁয়ে ১৮ হাজার পরিবারের মাঝে ইঞ্জিনিয়ার মাসুম এর ত্রাণ বিতরণ