চাঁদপুরের হাজীগঞ্জে রাতের আগুনে চার ব্যবসায়ীর কপাল পুড়ে ছাই হলো। এ আগুনে চার ব্যবসায়ীর সর্বস্ব পুড়েছে। এতে করে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাধমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে চাঁদপুরের হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, ওই ইউনিয়নের মুদি ব্যবসায়ী মো. ইয়াছিন আরাফাত, আসবাবপত্র ব্যবসায়ী মো. মোস্তফা কামাল, মোবাইল ফোন সার্ভিসিং ব্যবসায়ী মো. সোহেল হোসেন ও গেনু মজুমদার।
স্থানীয়রা জানান, রাতে আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ওই এলাকায় ছুটে যান। কিন্তু আগুনের লেলিহান শিখার কারণে দোকানঘরের কাছে কেউ এগোতে পারেনি।
এদিকে, আগুন লাগার খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে চারটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু জানান, গভীর রাতের আগুনে চারটি দোকানঘর ও মালামাল পুড়ে চারজন ব্যবসায়ী নিঃস্ব হয়েছেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, খবর পেয়েই রাতেই আমি ঘটনাস্থলে যাই। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ নিরূপন করতে ঘটনাস্থলে গিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. জাকির হোসেন। এর আগে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন।
হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নে রাতের আধাঁরে আগুনে ক্ষতিগ্রস্ত একাংশ,
source