Today bangla news : মেহেরপুরের মুজিবনগর উপজেলায় আরও একজন করোনাভাইরাস এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৭ জন আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে সিভিল সার্জন নাসির উদ্দীন বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত নতুন ২২টি রিপোর্টে একটি পজিটিভ আসে। আক্রান্ত রোগী নমুনা কয়েক দিন আগে সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে আজ পজিটিভ বলে জানানো হয়।
এ নিয়ে মেহেরপুরে মোট ৪৬৫টি নমুনা পরীক্ষা করে ৭ জন আক্রান্ত হওয়ার কথা জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। করোনা উপসর্গ নিয়ে মুজিবনগর উপজেলায় এক ব্যক্তির মৃত্যু হয়। পরে স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
আরও পড়ুন :দেশে ফিরে আসছে ২৮৮৪৯ প্রবাসী বাংলাদেশী: পররাষ্ট্রমন্ত্রী