কীভাবে ভোট দেবেন, ভোট দিতে পারবেন কিনা, ব্যালটের মতো লুকিয়ে নাকি সবার সামনে ভোট দিতে হবে এসব প্রশ্ন নিয়ে কেন্দ্রে গিয়েছিলেন ভোটাররা। তবে কোন ধরনের ঝামেলা ছাড়াই দ্রুত ভোট দিয়ে খুশি মনে বাড়ি ফিরছেন তারা।
তারা বলছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পদ্ধতি যদি সঠিকভাবে চালু রাখা যায় তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। যারা কিছুটা নাখোশ তারা বলছেন, এই যন্ত্রের ওপর আস্থা আনতে সময় লাগবে।
এই তারা হচ্ছেন, বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ভোটার। যারা পৌরসভায় আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ইভিএমে ভোট দিয়েছেন। বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের ১২৪ নং রুনসী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন কৃষক আব্দুল গনি খলিফা। তিনি ব্যালটে এ পর্যন্ত অন্তত পাঁচবার ভোট দিয়েছেন। এই প্রথম ইভিএমে ভোট দিয়ে বেশ খুশি। কারন ব্যাখ্যা করতে গিয়ে বলেন, দুটি বাটন টিপলেই ভোট হয়ে যায়।
পৌরসভার ১ নং ওয়ার্ডের ১২৪ নং রুনসী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন নাসিমা সুলতানা সুমি। তিনি বলেন, ‘কীভাবে ভোট দেবো তা নিয়ে ভয়ে ছিলাম। কিন্তু পদ্ধতি বেশ সহজ, ভালোই লাগছে।’
ওই কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে সাবেক সহকারি পুলিশ সুপার শফিকুল ইসলাম ডাকুয়া বলেন, ‘ইভিএম পদ্ধতি আসলেই বেশ ভালো ও সহজ। যদি এই পদ্ধতি ঠিকভাবে চালু করা যায় তাহলে খুব ভালো হবে। তাছাড়া ইভিএমে সময় অপচয় হয় না, জাল ভোটের সম্ভবনাও থাকে না’
ভোট দিতে এসেছিলেন সাভারে কর্মরত দুই গার্মেন্টস কর্মী। ইভিএম সম্পর্কে তাদের ধারণা ছিল না। তারা জানান, বাসায় গিয়ে আগেই বলেছিল কেমনে কেমনে চাপ দিয়ে ভোট দিতে হবে। বুথেও দেখিয়ে দিয়েছে। আগামীবার আর দেখাতে হবে না। আসলেই মেশিনে ভোট দেওয়া সহজ।
বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বর্তমান মেয়র লোকমান হোসেন ডাকুয়া নৌকা প্রতীক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুজ্জামান ধানের শীর্ষ এবং মাওলানা খলিলুর রহমান হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আরও ৯ জনসহ মোট ৩৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন নির্বাচিত হয়েছেন।
source