Today bangla news
আন্তর্জাতিক ক্রিকেটে একসময়ের সম্ভাবনাময় দল জিম্বাবুয়ের অবস্থা এখন করুণ। গত বছর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশটিকে কিছুদিন ক্রিকেটে নিষিদ্ধ করে রেখেছিল আইসিসি। সেই অবস্থা থেকে আবারও ফিরে আসার চেষ্টা করছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু দেশটি। ফিরে আসছেন হতাশায় দেশ ছেড়ে যাওয়া ক্রিকেটাররা। তেমনই একজন ২৪ বছর বয়সী পেসার ব্লেসিং মুজারাবানি। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নর্দাম্পটনশায়ারের সঙ্গে চুক্তি শেষ করে এবার তিনি দেশে ফিরতে যাচ্ছেন।
২০১৭ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মুজারাবানির। পরবর্তী সাত মাসের মধ্যেই জিম্বাবুয়ের জার্সিতে ১ টেস্ট, ১৮ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি খেলে ফেলেছিলেন। কিন্তু দেশের ক্রিকেটের দুরাবস্থা দেখে ‘কলপাক’ চুক্তির মাধ্যমে ২০১৮ সালে জিম্বাবুয়ের ক্রিকেটকে বিদায় জানিয়ে ইংলিশ কাউন্টিতে নাম লেখান মুজারাবানি। প্রাথমিকভাবে এই চুক্তি ছিল ২০২১ সাল পর্যন্ত। তবে তার আগেই মুজারাবানিকে কলপাক চুক্তি থেকে মুক্তি দিয়েছে নর্দাম্পটনশায়ার।
এখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে এসেছে যুক্তরাজ্য। যার ফলে ২০২১ মৌসুমে কলপাক চুক্তি আর কার্যকর থাকবে না। মুজারাবানি এবার যদি জিম্বাবুয়ে জাতীয় দলে ফিরতে পারেন, তাহলে তিনি হবেন কলপাক থেকে ফেরা তৃতীয় জিম্বাবুইয়ান ক্রিকেটার। তার আগে সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর এবং পেসার কাইল জার্ভিসও কলপাক চুক্তিতে কাউন্টি ক্রিকেটে খেলে এসেছেন। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষদিকে পাকিস্তান সফরের দলে বিবেচিত হতে পারেন সাড়ে ছয় ফুট উচ্চতার এই দীর্ঘদেহী পেসার।