করোনা মহামারীর মধ্যেই শেষের পথে ২০২০। আসছে ২০২১ নতুন বছর সেই সাথে নতুন আশা। কেমন যাবে আপনার আগামী বছর। যদিও পুরোপুরি বলা কারো পক্ষেই সম্ভব না। তবে জ্যাতিষশ্রাস্ত্র অনুযায়ী কিছুটা হলেও ধারণা করা যেতে পারে। এতে করে আপনার চলার পথে সুবিধা হতে পারে।
আসুন জন্ম তারিখ অনুযায়ী দেখে নেওয়া যাক, আপনার আগামী বছরের পথ চলা কতটা মসৃণ হতে পারে। মাসের ১,১০,১৯,২৮ তারিখে যাদের জন্ম তারা কর্মক্ষেত্রে পরিশ্রম করলে ভালো ফল পাবেন। তবে ব্যাসায়ীদের জন্য বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। দাম্পত্য জীবনে মতভেদ হতে পারে।
মাসের ২,১১,২০,২৯ তারিখে যাদের জন্ম সর্বোপরি ২০২১ সাল ভালো যাবে। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার যোগ প্রবল। চাকরিরত ব্যক্তিদের বদলির সম্ভাবনা রয়েছে। পারিবারিক শান্তি বজায় থাকবে। ৩,১২,২১,৩০ তারিখে যাদের জন্ম সারা বছর তাদের জরুরি কাজে বাধা আসতে পারে। মনের শান্তির জন্য আধ্যাত্মিক পথের খোঁজ করতে পারেন। ছাত্র-ছাত্রীদের সাফল্য পেতে পরিশ্রম করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকুরেদের জন্য সালটা বেশ ভাই যাবে।
৪ তারিখে জন্মানো ব্যক্তিদের জন্য সালটা ভাল-মন্দ মিশিয়ে কাটবে। সততার জন্য পুরস্কার পাবেন। অধ্যাবসায় থাকলে সাফল্য আসবে। ২০২১-এর শুরুটা ছাত্র-ছাত্রীদের জন্য শুভ। ব্যবসায়ীরাও লাভের মুখ দেখবেন। এমনকী মান-সম্মান বাড়তে পারে। একই রকম যাবে ১৩,২২,৩১ তারিখে জন্ম নেওয়া মানুষের। ২০২১ সালটা ৫ তারিখে জন্মানো ব্যক্তিদের জন্য দারুণ ভাল হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। পরিশ্রমের মানসিকতা থাকলে বড় সাফল্য আসবে। ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবে। প্রেমের সম্পর্কের জন্যও সময় ভাল। চাকুরীজীবীদের বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের বিদেশ যোগের সম্ভাবনা প্রবল। একই রকম যাবে ১৪ ও ২৩ তারিখের জন্য।
৬,১৫,২৪ যাদের জন্মতারিখ জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২১ ভাল ফল দিতে পারে। লম্বা যাত্রায় যাওয়ার সম্ভাবনা প্রবল। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার যোগ রয়েছে। মাসের ৭,১৬,২৫ যাদের জন্মতারিখ- কর্মক্ষেত্রে উন্নতি হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। উপার্জন বাড়বে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মন দিতে হবে। বিবাহিত ব্যক্তিদের সমস্যা বাড়তে পারে। তবে বছর গড়ানোর সঙ্গে সঙ্গে সমস্যা মিটবে।
যাদের জন্মতারিখ ৮,১৭,২৬ তারিখে তারা গম্ভীর ব্যক্তিত্ব ছেড়ে মানুষের সঙ্গে খোলামেলা মনে মিশতে পারলে ভাল। বছর জুড়ে স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। তবে কয়েকটি সাধারণ ব্যাপারে খেয়াল রাখলে সুস্থ থাকতে পারবেন। ৯,১৮,২৭ তারিখে যাদের জন্ম প্রগতিশীল বছর আপনাদের জন্য। গোটা বছরে অনেক কিছু শিখতে পারবেন। আর্থিক পরিস্থিতি ভাল করতে হলে খরচে রাশ টানতে হবে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। প্রেমের যোগ রয়েছে। ছাত্র-ছাত্রীদের পরিশ্রম করতে হবে। চাকুরিজীবিদের জন্য বছরের শুরুটা ভাল হবে। প্রোমোশনের যোগ রয়েছে।
সূত্র: জি নিউজ