Bangla breaking news : করোনা যুদ্ধে প্রাণ হারালেন আরেক পুলিশ সদস্য এএসআই রঘুনাথ রায় (৪৮)। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে করোনায় প্রাণ দিলেন ছয় পুলিশ সদস্যের ।
এএসআই রঘুনাথ রায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন। তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, করোনায় প্রাণ হারানো রঘুনাথ রায়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি স্ত্রী, এক মেয়ে এবং এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন :করোনায় জীবন দিলেন আরো এক পুলিশ সদস্