চাকরি হারিয়ে বা মাসিক বেতন হ্রাসের কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য সহায়তা অব্যাহত রাখবে ‘ব্যাংক ইসলাম মালয়েশিয়া বিএইচডি’। ৩০ জুন ২০২১ পর্যন্ত এ সহায়তা পাবে গ্রাহকরা। ব্যাংকটি বলছে, তারা দেশব্যাপী করোনা মহামারির কারণে সৃষ্ট বর্তমান সংকটে গ্রাহকদের সহায়তার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। ব্যাংক ইসলাম জানিয়েছে, করোনা মহামারিতে চাকরি হারায়নি বা বেতন কমেনি, তবু যেসব গ্রাহক নতুন অর্থনৈতিক কৌশল নির্ধারণ করতে চান তাদেরও পাশে থাকবে তারা। এসব গ্রাহকের জন্য তারা বিকল্প নির্ধারণে নতুন ‘পরিক্রমা ও কাঠামো’ প্রস্তাব করবেন। ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুয়াজ্জেম মুহাম্মদ বলেন, ‘আমরা আমাদের ব্যবসায় ব্যাংক গ্রাহকদের কাছে নিয়মতান্ত্রিকভাবে পৌঁছেছি, যারা এপ্রিল ২০২০-এর পর স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হওয়ার পর আরো পরিকল্পিত সেবা প্রত্যাশা করে।’ তিনি আরো বলেন, ‘ব্যাংক ইসলাম আশ্বস্ত করছে যে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চলাকালীন ভার্চুয়াল ও অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করে যাবে।’ সূত্র : বারনামা ডটকম
source