গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)-এর শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। আগামী ৫ জানুয়ারি রাজধানী রিয়াদে জিসিসির-এর ৪১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে জিসিসি-এর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানকে এক চিঠিতে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
তাছাড়া উপসাগরীয় অন্যান্য রাষ্ট্রকে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে জিসিসি-এর মহাসচি নায়েফ আল হাজরাফকে দায়িত্ব দেন সৌদি বাদশাহ।
রিয়াদে অনুষ্ঠিতব্য জিসিসি-এর ৪১তম শীর্ষ সম্মেলনে কাতারের কূটনৈতিক সংকট সমাধানের আশা করা হচ্ছে। গত সাড়ে তিন বছর ধরে কূটনৈতিক, বাণিজ্যিক ও যোগাযোগ ক্ষেত্রে কাতারের ওপর উপসাগরীয় কয়েকটি দেশ অবরোধ আরোপ করে রেখেছে।
এক বিবৃতিতে জিসিসি-এর মহাসচিব আল হাজরাফ বলেন, ‘বিশ্বব্যাপী বিরাজমান কঠিন পরিস্থিতিতেও অনুষ্ঠিতব্য ৪১তম শীর্ষ সম্মেলন খুবই গুরুত্ব বহন করে। জিসিসি সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরতা, সহযোগিতা ও সংহতি ও উপসাগরীয় দেশের নাগরিকদের জন্য দীর্ঘ মেয়াদী নতুন দিগন্ত উম্মোচন বিষয়ে উপসাগরীয় রাষ্ট্রপ্রধানরা গুরুত্ব প্রদান করছেন।’
বিশ্লেষকদের সূত্রে আনাদোলু এজেন্সি জানায়, শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে বয়কটকারী রাষ্ট্রগুলো কিংবা শুধু সৌদির সঙ্গে কাতারের সম্পর্ক পুনর্গঠন নিয়ে আলোচনা করা হবে।
এর আগে গত ৪ ডিসেম্বর কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমদ নাসের আল সাবাহ উপসাগরীয় ঐক্য গঠন করতে সংকটের চূড়ান্ত সমাধানে পৌঁছার তীব্র প্রচেষ্টার ঘোষণা দেন। কুয়েতের ঘোষণাকে সৌদি ও কাতার অভিনন্দন জানালেও অবরোধকারী অন্য রাষ্ট্রগুলো আগের অবস্থানে থাকে।
সূত্র : আরব নিউজ ও আনাদোলু এজেন্সি